প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ০৩:০৬:৩১
প্রজন্ম ডেস্ক : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
রবিবার (২৭ জুলাই) কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পর পরেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জানা যায়,নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, সানিফ ইতিপূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের আগে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল। এখন ছাত্রলীগ থেকে সরাসরি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে যায়।কমিটি ঘোষণার পরে এ নিয়ে চারদিকে তুমুল আলোচনা সমালোচনা আরো শুরু হয়।
এদিকে কমিটিতে ছাত্রলীগ অনুপ্রবেশ এর অভিযোগ এনে নবগঠিত কমিটির ২ নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগ পত্রে তারা বলেন, সদ্য ঘোষিত কমিটিতে এক সাবেক ছাত্রলীগ নেতাকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নয়। এ ছাড়াও, কমিটিতে পদ বণ্টনে সিনিয়র-জুনিয়র ক্রমানুসার মানা হয়নি এবং ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পদত্যাগকারী শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো: রিপন বলেন, ৫ আগষ্টের আগে সানিফ ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশ উপস্থিত হইতেন ।ছাত্রলীগ নেতাদের সাথে তার অনেক ছবি রয়েছে। কমিটি ঘোষণার পর পর ফেইসবুকের তার অনেক ছবি ভাইরাল হয়েছে এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। সে কারনে এমন প্রশ্নবিদ্ধ কমিটি থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
প্রজন্ম নিউজ ২৪ / জে আর
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর
বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব
চিকিৎসাধীন উপজেলা জামায়াত নেতার পাশে ডা. শফিকুর রহমান
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ নিহত: ১ গুলিবিদ্ধসহ আহত ১০
২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির
সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে